চলবে কৃষকদের আন্দোলন

Spread the love

রাজধানীতে কৃষকদের আন্দোলন অব্যহত থাকছে। মঙ্গলবার কৃষক ও সরকারের মধ্যে হওয়া আলোচনার নিটফল এল ‘জিরো’। দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ৪ ঘন্টা ধরে বৈঠক চললেও কোনও ফল এল না। তবে ৩ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন কৃষক সংগঠন ও কেন্দ্র।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, আমরা কৃষকদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। ফের যে ৩ ডিসেম্বর আলোচনা হবে সেকথাও জানিয়েছেন কৃষিমন্ত্রী। সূত্র জানাচ্ছে, এক কৃষক বলছেন, নতুন আইন কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল কৃষকদের আশ্বাস দেন, কৃষি আইন নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানে একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু তাতে সরাসরি না জানিয়ে দিয়ে কৃষক নেতারা বলেছেন কোনও কমিটি না, কৃষি আইন বাতিল করলে তবেই তাঁরা আন্দোলন থামাবেন।

উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে লক্ষ-লক্ষ কৃষক জমায়েত করেছেন। দাবি পূরণ না হলে দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারি কৃষকদের। বাম সংগঠন সারা ভারত কৃষক সভা (এআইকেএস) সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে গত ৫ দিন ধরে অবরুদ্ধ রাজধানী। পরিস্থিতি ঘোরতর বুঝে কোনও শর্ত ছাড়াই আন্দোলনকারী সংগঠনগুলির নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে রাজি হয় মোদী সরকার।

অন্যদিকে কৃষক বিক্ষোভ যত দানা বাঁধছে, ততই চাপ বাড়ছিল বিজেপির উপর। জোট-সঙ্গীরাও একে একে সুর চড়াতে শুরু করেছেন। আগেই কৃষি আইনের প্রতিবাদে অকালি দল এনডিএ শিবির ছেড়েছে।

পরিস্থিতি অনুযায়ী এনডিএ ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন রাজস্থানের সাংসদ তথা রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের প্রধান হনুমান বেনিওয়ালও। তিনিও কেন্দ্রের কাছে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ঘরে-বাইরে প্রবল চাপে পড়ে শেষমেশ শর্ত ছাড়াই কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজি হয় কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*