শুভেন্দু অধিকারী সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক হলো। রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর এটিই। আজ মঙ্গলবার ১লা ডিসেম্বর উত্তর কলকাতার এক বাড়িতে সন্ধ্যা ৬টা থেকে রাত নটা পর্যন্ত তিন ঘণ্টা ধরে এই বৈঠক হলো। তৃণমূল কংগ্রেসের দাবী আলোচনা ফলপ্রসূ হয়েছে।
শুভেন্দু, অভিষেক ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। বৈঠক শেষে সৌগত রায় বলেন, শুভেন্দু দলে ছিলেন- আছেন- থাকবেন। আমিতো অনেকবারই বলেছি শুভেন্দু তৃণমূলেই আছে। তিনি আরোও বলেন, শুভেন্দু অধিকারী দল ছাড়ছেননা বলে তাঁদের জানিয়েছেন, বাকিটা শুভেন্দুই বলবেন।
সম্প্রীতি শুভেন্দু সম্পর্কে সবথেকে বেশি সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসে সবাই একসঙ্গে থাকবো, সবাই একসঙ্গে কাজ করবো, যা হয়ে গেছে তা ইতিহাস, শুভেন্দু আমার ছোট ভাইয়ের মতো। শুভেন্দু অধিকারীকে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর মন্ত্রীত্ব গুলি মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন, তাই যে কোনো সময় তা ফিরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর দ্রুত সমস্যা মিটেছে। তবে এ বিষয়ে শিশির অধিকারী বলেন, ‘সমস্যা মিটে গেলে ভালো, পার্টির পক্ষে তা মঙ্গল।’
Be the first to comment