ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে ভূমিধস এবং বন্যার ফলে কমপক্ষে ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। ১২ জনে মতো নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। ফিলিপাইন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে লানাও নেল্টে প্রদেশের তুবোদ, এল সালভাদর ও মুনাই শহরসহ বিভিন্ন স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় আধিকারিক রায়ান কেবুস জানান, শুক্রবার সেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। যাঁরা নিখোঁজ রয়েছে, তাদের অনুসন্ধান চলছে। কর্তৃপক্ষের মতে ভূমিধসে তাঁরা মাটি চাপা পড়েছে বা বন্যার জলের তোড়ে ভেসে গেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ১২ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।
তথ্য ও ছবি সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment