আজ থেকে নাইসেডে শুরু করোনার টিকা পরীক্ষা। হাজার জনের দেহে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। গোটা দেশে ২৫৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে টিকা। যার মধ্যে বাংলায় ১০০০ জন। সপ্তাহখানেক আগেই বাংলায় পৌঁছেছে করোনা ভ্যাকসিন। নাইসেডে ঢুকেল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন।
এই ভ্যাক্সিনে স্বেচ্ছাসেবক হতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নাইসেড এর তরফ থেকে ববি হাকিম কে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়। জানা গিয়েছে, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ১০০০ টিকা নাইসেডে সংরক্ষণ করা হয়েছে ভ্যাকসিন।
Be the first to comment