মঙ্গলবার ১ ডিসেম্বর শুভেন্দুর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। এরকমও শোনা যায় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শুভেন্দুর কথা হয়েছে। এব্যাপারে কী প্রতিক্রিয়া মুকুল রায়ের? মুকুল রায় বলেন শুভেন্দু এখনও তৃণমূল কংগ্রেসে আছে। তাঁর কলিগদের সঙ্গে তিনি কী কথা বললেন সেবিষয়ে আমি কি বলবো? তবে আমি আগেও বলেছি এবং এখনও বলছি তৃণমূল কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এলে বিজেপিতে স্বাগত।
তিনি আরও বলেন, শুভেন্দু গণ আন্দোলনের ফসল। তিনি দল ছাড়লে স্বাগত। শুভেন্দু এলে কি বিজেপির লাভ? এই প্রশ্নের উত্তরে মুকুলবাবু বলেন, নিশ্চিতভাবে শুভেন্দু এলে বিজেপির লাভ।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বক্তৃতা বাতিল হওয়া নিয়ে মুকুলবাবু বলেন, এটা কেন বাতিল হয়েছে তা কতৃপক্ষই বলতে পারবেন। আমি ছোট মানুষ আমি কী বলবো? আবারও ঘুরেফিরে আসে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ। তিনি বলেন রাজনইতিক কর্মী হিসাবে বলতে পারি শুভেন্দু সঙ্গে আসা মানে ভোট ব্যাঙ্ক সঙ্গে আসা। পিকে প্রসঙ্গে তিনি বলেন, পিকে কে? সেটা আগে বলুন তো? যে পিকে প্রসঙ্গে জবাব দেব?
Be the first to comment