করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ ৷ আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষ পেতে চলেছেন করোনা প্রতিষেধক ৷ রাষ্ট্রপতি পুতিনের নির্দেশে রাশিয়ায় শুরু হতে চলেছে মাস ভ্যাকসিনেশন। বিশ্বে প্রথম অনুমোদিত করোনা টিকা স্পুটনিক V এবার পাবেন রাশিয়ার সমস্ত নাগরিক ৷ বুধবার সকালেই প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকাকে অনুমোদন দিয়েছে ব্রিটেন ৷ আগামী সপ্তাহ থেকে অতিসঙ্কটজনক রোগীদের ক্ষেত্রে এই টিকা প্রয়োগের নির্দেশ ব্রিটেন প্রশাসনের ৷
সকালে ব্রিটেন, সন্ধেয় রাশিয়া, করোনা ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্তে গোটা বিশ্বকে চমকে দিল দুই রাষ্ট্র ৷ তবে যেখানে ব্রিটেন শুধুমাত্র আপাতত অতিসঙ্কটজনক রোগীর ক্ষেত্রেই ফাইজার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সেখানে, পুতিন সরকার আরও একধাপ এগিয়ে সমস্ত নাগরিককে ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে ৷
পুতিন প্রশাসন জানিয়েছে, সমস্ত নাগরিককে বিনামূল্যেই দেওয়া হবে করোনা টিকা ৷ তবে বিশ্ববাজারে স্পুটনিক V-এর প্রতি ডোজ মিলবে ১০ ডলার অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ৭৪০ টাকা মূল্যে ৷ গবেষকরা জানিয়েছেন, SARS- CoV-2 ভাইরাসকে রুখতে দরকার এই টিকার অন্তত দুটি ডোজ ৷
জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই আন্তর্জাতিক বাজারের জন্য স্পুটনিক V কোভিড ভ্যাকসিনের ফার্স্ট লট তৈরি হয়ে যাবে ৷ উল্লেখ্য, এদিকে, ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড এবং আরডিআইএফ জানিয়েছে, হিমাচল প্রদেশের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরে ভারতে স্পুটনিক V দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের জন্য তারা তৈরি ৷
Be the first to comment