মেদিনীপুরে ক্ষুদিরাম স্মরণ শুভেন্দুর, কলকাতায় দাদার অনুগামীদের পোস্টার

Spread the love

শহিদ ক্ষুদিরাম ১৩১তম জন্মদিবস উপলক্ষে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জোড়া সভায় শুভেন্দু অধিকারী। সাতসকালে কাঁথিতে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। তারপর সোজা তমলুক। সেখানেও ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী পালন। এরপরের পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। উপলক্ষ্য একই। যদিও অরাজনৈতিক মঞ্চ, তাহলেও সকলের চোখ থাকবে এই দুটি সভার দিকে। অন্যদিকে হলদিয়াতে আজ দাদার অনুগামী নামে অর্থাৎ শুভেন্দু অধিকারীর সমর্থনে মিছিল আছে। এদিকে খাস দক্ষিণ কলকাতায় ‘দাদার অনুগামী’দের পোস্টার পড়ল। গড়িয়াহাট, গোলপার্ক, রাসবিহারী, হাজরা, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড— সব জায়গাতেই শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের পোস্টার লক্ষ্য করা গেল। পোস্টারে লেখা ‘মানুষের কাজ করতে কোন পদ লাগে না’। ইঙ্গিত স্পষ্ট। এর আগে উত্তর কলকাতাতে ‘দাদার অনুগামী’-দের পোস্টার পড়েছিল। এবারে খোদ দক্ষিণ কলকাতাতেও শুভেন্দুর সমর্থনে অনুগামীদের পোস্টার দেখা গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*