ইংলিশ প্রিমিয়ার লিগে একটি দুর্দান্ত ম্যাচ হলো। আর্সেনাল পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল করে দর্শকদের দুর্দান্ত উপহার দিলো। শেষ পর্যন্ত কোনো দলই না জিততে পারেনি। লিভারপুল ও আর্সেনাল ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এমিরেটস স্টেডিয়ামে খেলার ২৬ মিনিটে ফিলিপে কোটিনহোর দারুণ হেডে এগিয়ে যায় লিভারপুল। তারপর বিরতির পর খেলার ৫২তম মিনিটে মিশরের মোহামেদ সালাহর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ৫৩ মিনিট এবং ৫৬ মিনিটে হেক্টর বেলেরিনের এবং গ্রানিত জাকার এর গোলে ম্যাচে সমতা ফেরে আর্সেনাল। আবার দুই মিনিট পর লিভারপুলকে গোল দিয়ে এগিয়ে যায় আর্সেনাল। এগিয়ে দেন মেসুত ওজিল। এই গোলের পরই ম্যাচে রোমাঞ্চ ও উত্তেজনা ফিরে আসে। দুই দলই একের পর এক আক্রমণ শানাতে থাকে। তবে শেষ হাসি ফোটে লিভারপুলের মুখেই। ৭১তম মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে ৩-৩ হয়। ড্র- এর ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুল চার নম্বরে রইল। অন্যদিকে ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল পাঁচে। ১৮ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে আপাতত ম্যানচেস্টার সিটি শীর্ষে রয়েছে।
ছবিঃ সূত্র থেকে
Be the first to comment