ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে উইন্ডিজকে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হলো। শনিবার তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ২০৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজ পকেটে পুরলো কিউইরা। উইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচে রানের ব্যবধানে এটাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। ক্রাইস্টচার্চের ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৫ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বোল্টের বিধ্বংসী বোলিং-এ ২৮ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি ক্রিস গেইল।
বোল্টের বোলিং ফিগার – ১০-৩-৩৪-৭। একদিনের ক্রিকেটের কেরিয়ারে এটাই তার সেরা বোলিং। সাথে সাথে তিনি একদিনের খেলায় ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র টিম সাউদির (৭/৩৩) ভালো বোলিং ফিগার রয়েছে। নিউজিল্যান্ডের হয়ে বাকি তিনটি উইকেট নেন ফার্গুসন।
ছবিঃ সূত্র থেকে
Be the first to comment