ক্ষুদিরাম বসুর ১৩২-তম জন্মদিন উপলক্ষ্যে আজ সকালে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি ছিল সেখানে মাল্যদান করেন কিন্তু সেখানে সভা করেননি শুভেন্দু অধিকারীর। তারপর তমলুক হাসপাতাল মোড় থেকে হ্যামিলটন হাই স্কুল পর্যন্ত হাতে তেরঙা নিয়ে পদযাত্রা করেন তিনি।
হ্যামিলটন স্কুলে গিয়ে মাল্যদান করে তারপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহীদ ক্ষুদিরামকে নিয়ে। ধন্যবাদ জানান তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতিকে সহ উপস্থিত জনগনকে।
শুভেন্দুকে প্রশ্ন করা হয় যে আপনার এখন বর্তমানে আপনার পরিচয় কি? তার উত্তরে তিনি বলেন “মাই আইডেন্টিটি ইজ সন অফ বেঙ্গল, সন অফ ইন্ডিয়া “। অর্থাৎ আমার পরিচয় হলো আমি বাংলার সন্তান,আমি ভারতের সন্তান।
তিনি আরো বলেন, “আমি নন্দীগ্রামের জঙ্গলমহলে লড়াই করেছি এবং আমি মানুষের সঙ্গে আছি।”
Be the first to comment