করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হাসি দাশগুপ্তের। গত মঙ্গলবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
মাস কয়েক আগে উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে ঘোষণা করে রাজ্য সরকার। এবার সেখানকার অধ্যক্ষরই মৃত্যু হল করোনায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে হাসি দাশগুপ্তের শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
এদিন হাসি দাশগুপ্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ১২৭/আইসিএ/এনবি
তারিখঃ ৩ /১২/২০২০
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
সাগর দত্ত কলেজ অফ মেডিসিন এবং হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ হাসি দাশগুপ্তের অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। কোভিড-১৯ এর বিরুদ্ধে তার লড়াই এর অবসান হল আজ কলকাতায়। বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর।
ডাঃ দাশগুপ্ত একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন। রোগীদের নিরলস সেবা ও নিষ্ঠার গুনে তিনি ২০১৭ সালে উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল নিযুক্ত হন।
স্বাস্থ্য পরিষেবায় তাঁর অবদান চিরকাল স্মরণে থাকবে। তাঁর মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বড় ক্ষতি।
আমি ডাঃ হাসি দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment