কড়া বার্তা দিলেন দলকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়ে বললেন, “দলে নতুন পুরনো সবারই গুরুত্ব আছে। সবাই হাতে হাত মিলিয়ে ভোটের লড়াই করার জন্য প্রস্তুত হন। যারা গোপনে অন্যদল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় পাচ্ছেন তাদের বলছি দল থেকে চলে যান। “
পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শিশির অধিকারীকে তাঁর নির্দেশ দেন “,কাঁথি, রামনগর ও আশাপাশের এলাকায় যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করছেন, তাঁদের সরিয়ে দিন। যাঁরা সাহস করে আছে, সঙ্গে থাকুন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাবে। সাহস করে থাকতে চাইলে থাকুন নইলে লুঠেরাদের দলে যান।’
তিনি আরোও বলেন, ” ১ জন চলে গেলে ১ লক্ষ সম্পদ তৈরি হবে। দলে থেকে যারা দল বিরোধী কাজ করছে তাদের সড়িয়ে দেওয়ার নির্দেশ।”
সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ হয়ে আজ বলেন, ‘কেউ কেউ চাইছেন মুখ্যমন্ত্রী হবেন। সেটা তো আমি বেঁচে থাকতে সম্ভব নয়, আমার মৃত্যুর পর হয়তো হবে।’ এটা শোনার পর সুব্রত বক্সির কেঁদে ফেলেন। তিনি বলেন, “না দিদি, আপনি দীর্ঘজীবি হন। আমরা সবাই আপনার সাথে আছি।”
Be the first to comment