হেনস্থার শিকার বৈশাখী, রাজ্যপালকে নালিশ জানালেন শোভন

Spread the love

শুক্রবার রাজভবনে গেলেন শোভন-বৈশাখী। আল-আমিন কলেজের সমস্যা নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেন শোভন-বৈশাখী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের। এব্যাপারে রাজ্যপালকে নালিশ জানিয়েছেন শোভন। পাশাপাশি কলেজের ব্যাপারে ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর শোভন বলেছেন, আল আমিন কলেজ থেকে বৈশাখীকে উপড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কলেজ কারও অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়। সরকারের আত্মসমালোচনা করা উচিত। রাজ্যপাল সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টি শুনেছেন। মিল্লি আল আমিন কলেজে দীর্ঘ দিন ধরে অচলাবস্থা চলছে। সেই আন্দোলনে বৈশাখীর বিরুদ্ধে পোস্টার ৷

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে। আমি তো পদ ছেড়ে দিয়েছি, পোস্টারে কেন আমার নাম। পড়ুয়াদের কেন বিপথগামী করা হচ্ছে, তদন্ত হোক। ফিরহাদ হাকিমের কী অধিকার আছে?ওনার কী অধিকার আছে আমাকে উৎখাত করার? ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি।’

উল্লেখ্য, মিল্লি আল আমিন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এবং রাজ্যপাল পদাধিকার বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই তাঁকে গোটা বিষয়টি জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সঙ্গে ছিলেন বন্ধু শোভন চট্টোপাধ্যায় ৷ রাজ্যপাল সহানুভূতির সঙ্গে সব শুনেছেন বলে দাবি শোভন-বৈশাখীর ৷

এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তাঁরা?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*