যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার ফুলবাড়ি মোড়, মৃত এক বিজেপি কর্মী

Spread the love

বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি । কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। নাম উলেন রায়। যদিও পুলিশের লাঠিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তাতি উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন বলে খবর। যুব মোর্চার অভিযান ঘিরে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি বাজার ও তিনবাত্তি মোড় এলাকায়। পুলিশের বিরুদ্ধে রাবার বুলেট ছোড়ার অভিযোগ ওঠে। পালটা পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের তরফেও ঢিল ও চকোলেট বোমা ছোড়া হয়।

দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত ৷ রাজ্যের এই অংশে শিল্পের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখানে শিল্প স্থাপনের কথা ভাবেনি ৷ রাজ্যের দ্বিতীয় প্রশাসনিক দপ্তর শিলিগুড়ির উত্তরকন্যায় কোনওরকম কাজ হচ্ছে না ৷ এমনকী উত্তরবঙ্গের মানুষ সেখানে কোনও সমস্যা নিয়ে গেলে, তার সমাধানের জন্য কোনও আধিকারিককে পাওয়া যায় না বলে অভিযোগ বিজেপির ৷ এইসব অভিযোগ তুলে আজ যুব মোর্চার তরফে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচিতে যোগ দেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, তেজস্বী সূর্যরা।

সকালে দু’দিক থেকে মিছিল বের হয়। একটি মিছিল রওনা দেয় ফুলবাড়ি বাজার থেকে ক্যানেল রোড হয়ে উত্তরকন্যার দিকে। অন্য একটি মিছিল বের হয় জলপাই মোড় থেকে তিনবাত্তি মোড় হয়েছে গন্তব্যের দিকে। আজ সকাল সাড়ে ১১টায় প্রথমে ফুলবাড়ি বাজারে জমায়েত করে বিজেপি । প্রথমে কোনও নেতা না আসায় বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের দিকে ধেয়ে যায় । পুলিশের ব্যরিকেড ভেঙে দেয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু হয় । একটি মিছিল ক্যানেল রোড হয়ে উত্তরকন্যা যাওয়ার সময় পুলিশের ক্যানেল সেতুর ব্যরিকেড ভাঙতে যায় । সেই সময় জলকামান ব্যবহার করে পুলিশ । এবং বেগুনি জল ব্যবহার করা হয়। পালটা পুলিশকে লক্ষ্য করে চকোলেট বোমা, ঢিল ছোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা । রাবার বুলেটও ছোড়ে পুলিশ। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ফুলবাড়ি বাজার এলাকায় পুলিশের কাঁদানে গ্যাসের শেলে বিজেপি কর্মী উলেন রায় অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পরে তাঁকে মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকরা চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্য একটি মিছিল বের হয় জলপাই মোড় থেকে তিনবাত্তি মোড় হয়ে। সেখানে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, তেজস্বী সূর্যরা। কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালে অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও সংগঠনের রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*