সোমবার মেদিনীপুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে শুভেন্দু অধিকারীকে বার্তাও দিলেন ৷ আর ঠিক সেই সময়ই পূর্ব মেদিনীপুর ছেড়ে কলকাতার দিকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী ৷ এ দিন প্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের সভায় ছিলেন না শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় মেদিনীপুরে সভা করছেন ঠিক তখনই কাঁথি থেকে প্রথম কোলাঘাটে চলে আসেন শুভেন্দু ৷ সেখানে গেস্ট হাউসে কিছুক্ষণ থাকার পর তিনি বেলা তিনটের পর কলকাতার দিকে রওনা দেন ৷
এদিন বিকেলে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে নিজের ফ্ল্যাটে এসে হাজির হয়েছেন শুভেন্দু। জল্পনা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তাহলে কি আজই কোনও বড় ঘোষণা করতে চলেছেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণ মন্ত্রী? কিন্তু এরই মধ্যে ফ্ল্যাটের সামনে সংবাদমাধ্যমের ভিড় দেখে গাড়ি ঘুরিয়ে নেন শুভেন্দু। এরপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে পূর্ব মেদিনীপুরের দিকে ফিরে যান তিনি।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, মমতার মেদিনীপুরের সভার দিনই হঠাৎই কলকাতায় কেন এলেন শুভেন্দু? কার সঙ্গে দেখা করতে? যদিও শুভেন্দুর ঘনিষ্ঠ মহলও এই বিষয়ে মুখে খুলতে চায়নি। এমনকী শুভেন্দুর বাবা, শিশির অধিকারীও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।
অপরদিকে, শুভেন্দুর নাম না নিলেও এদিন মেদিনীপুরের সভা থেকে দলের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতাও। তাঁর বার্তা, ‘তৃণমূল কংগ্রেস অত দুর্বল দল নয়। যদি কেউ মনে করে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করব, বার্গেনিং করব, তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করব, তাহলে হবে না। বিজেপি ও বিজেপি দলের যারা বন্ধু, তাদের পরিষ্কার করে বলছি, আগুন নিয়ে খেলবেন না। আর যাকে পারেন জব্দ করতে পারেন করুন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে পারবেন না। কারণ, তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে বেঁচে আছে। তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে লড়াই করে বেঁচে আছে, থাকবেও।’
শুভেন্দুর এদিন কলকাতা আসা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে ৷ তবে এ দিন কলকাতায় তাঁর কী কর্মসূচি রয়েছে, সে সম্পর্কে তাঁর ঘনিষ্ঠ মহলেও কোনও খবর নেই ৷ তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, কোনও পদে থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন না তিনি ৷ সেক্ষেত্রে বিধায়ক পদ থেকে শুভেন্দু ইস্তফা দিয়েই রাজনৈতিক ঘোষণা করবেন বলে ধারণা শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের ৷
Be the first to comment