হাফ সেঞ্চুরি শুভেন্দুর, নতুন ইনিংস শুরু

পিয়ালি আচার্য :

Spread the love

শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম। রাজ্যের বাইরেও তাঁকে ঘিরে উৎসাহ যথেষ্ট।১৯৭০ সালের ডিসেম্বর মাসে জন্ম শুভেন্দুর। অর্থাৎ ৫০ বছরের হলেন তিনি। হাফ সেঞ্চুরি করবেন আগামী ১৫ ডিসেম্বর। এই ডিসেম্বরেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অবশ্যই নতুন দল। দলের নাম যে বিজেপি তা এখন ওপেন সিক্রেট।
তবে পৌষ মাস পড়ার আগেই শুভ কাজ সেরে নেবেন শুভেন্দু। অমিত শাহ তাঁর হাতে তুলে দেবেন বিজেপির ঝাণ্ডা।
ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে শুভেন্দু। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগনমন অধিনায়িকা বলতেন শুভেন্দু। বলতেন অগ্নিকন্যা। বেশ কয়েক মাস হলো সে সম্পর্কে চিড় ধরেছে।
এখন আর পেছনে ফিরে তাকাতে চান না শুভেন্দু। আপাত নীরবতা বজায় রাখলেও একটা কথা সবসময় বলছেন চরৈবেতী। লড়াই গণআন্দোলনের কথা বললে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে আসে। জননেতা হিসেবে শুভেন্দুও যে বিজেপিকে ডিভিডেন্ড দেবে সে কথা বলেছেন স্বয়ং মুকুল রায়। নন্দীগ্রাম সহ বহু লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন শুভেন্দু। মমতা-শুভেন্দুর আরো একটি বিষয়ে মিল আছে। তা হলো দুজনের মা এর নাম গায়ত্রী।
যে কোন বড়ো কাজে যাওয়ার আগে মা কে প্রনাম করতেন মমতা। প্রয়াত হয়েছেন তাঁর মা।
মা অসুস্থ হওয়ায় চিন্তিত শুভেন্দু। তবে শান্তি-কুঞ্জ র মেজোবাবুর কাছে ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। মাএর আশীর্বাদ নিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। নতুন দলে যোগদানের পরে ই জন্মদিন। মা কে প্রনাম জানিয়ে একুশে র যুদ্ধ জয়ের আশীর্বাদ চাইবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*