আজ গোপালনগরে দিলীপ ঘোষের পাল্টা জনসভা মমতার

Spread the love

উত্তর ২৪ পরগনার গোপালনগরে আজ জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিপদ ইনস্টিটিউটের মাঠে হবে সভা। জোরকদমে চলছে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি।

সম্প্রতি এই মাঠেই জনসভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বনগাঁ-চাকদা সড়কের গোপালনগরের বাজারের দু’পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সাজানো হয়েছে। সভাস্থলের পাশে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সম্বলিত ফ্লেক্সও টাঙানো হয়েছে।

তৃণমূল নেতৃত্বের দাবি , দলনেত্রীর সভায় লক্ষাধিক লোক হবে। মাঠের বাইরে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। দলনেত্রীর সভা ঘিরে উজ্জীবিত তৃণমূল শিবির। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে মঙ্গলবার দিনভর ছিল প্রশাসনিক তৎপরতা। সকালেই সভাস্থল পরিদর্শনে যান প্রশাসনিক কর্তারা। হরিপদ ইনস্টিটিউটের মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থানের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। হেলিকপ্টার থেকে নেমেই তিনি সোজা মঞ্চে চলে যাবেন। ২৭ নভেম্বর গোপালনগরের এই মাঠে জনসভা করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের সভার ১২ দিন পরে সেই মাঠেই সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে হেরেছে তৃণমূল। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। মতুয়া অধ্যুষিত বনগাঁ তৃণমূলের হাতছাড়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল। তাই ভোট ঘোষণার আগে তৃণমূল নেত্রী বনগাঁর মতুয়া মুলুকে আসতে চাইছেন। পাশাপাশি ,দিলীপের জনসভার মাঠে পালটা জনসভা থেকে বিজেপিকেও কড়া বার্তা দেবেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*