অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ; তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন তিনি। তাঁকে রাখা হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে।

হাসপাতাল সূত্রের খবর, তাঁর সিটিস্ক্যানে নিউনোমিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে স্বস্তির খবর, তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

উডল্যান্ডস হাসপাতালে প্রথমে তাঁকে দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম। তারপরই তাঁকে দেখতে হাসপাতাল যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন । চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ । তাঁরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন । সরকারি হাসপাতালের কোনওরকম সাহায্য লাগলে আমরা তৈরি । ভগবানের কাছে প্রার্থনা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন । আজ হাসপাতালে উপস্থিত বুদ্ধদেববাুর কন্য সুচেতনার কাঁধে হাত রেখে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আপাতত ৯৫-এ এসেছে। ইতিমধ্যেই দুজন চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ওঁনার অবস্থা সঙ্কটজনক। তবে এখনও তাঁর জ্ঞান ফেরেনি বলেই জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*