বাংলায় বদলের ডাক দিলেন জেপি নাড্ডা

Spread the love

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সুলতানপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চলে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকারকে একহাত নিলেন বিজেপি সভাপতি ৷ তিনি অভিযোগ করেন, বাংলায় বিরোধী দলের আওয়াজকে দমিয়ে রাখতে, তাদের গলা টিপে ধরছে শাসক দল ৷ আর তাই সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র থেকে নাড্ডার বার্তা, বিধানসভা নির্বাচনে ঘাসফুলকে বিদায় জানিয়ে রাজ্যে পদ্মফুল ফোটাতে হবে ৷

এদিন ডায়মন্ড হারবারের শিরাকোল মোড়ে নাড্ডা সহ অন্য় বিজেপি নেতাদের কনভয় পৌঁছাতেই রাস্তার দু’ধার থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ ৷ এমনকী কনভয়ে থাকা সবক’টি গাড়ির উপর লাঠি দিয়েও আঘাত করা হয় ৷ এই ঘটনায় নাড্ডার গাড়ির কোনও ক্ষতি হয়নি ৷

তবে রাজ্য় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাহুল সিনহা সহ একাধিক শীর্ষ নেতার গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় কৈলাস বিজয়বর্গী আহত হয়েছেন ৷ অন্য়দিকে, দিলীপ ঘোষের গাড়িতে কাঁচের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ ৷ সেই বোতল লেগে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন ৷ অল্প বিস্তর চোট পেয়েছেন মুকুল রায় সহ অন্য়রা ৷

আর এই ঘটনাকে হাতিয়ার করেই এদিন ডায়মন্ড হারবারের জনসভা থেকে মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন জে পি নাড্ডা ৷ এদিনের সভা থেকে তিনি ঘোষণা করেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে ৷ নিজের এই বক্তব্য়ের স্বপক্ষে নাড্ডা বলেন, আজকের জনসভায় আসার সময় দেখছিলাম, রাস্তার দু’পাশে মহিলারা আমাদের খুশি মনে স্বাগত জানাচ্ছেন ৷ তাঁরা বিজেপিকে স্বীকার করে নিয়েছেন ৷

এদিন নাড্ডার বক্তব্যে আয়ূষ্মান ভারত প্রকল্পের কথা উঠে আসে। রাজ্য় সরকার প্রধানমন্ত্রীর জনহিতকর এই প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষকে পেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, এখানেই তৃণমূলের এই সরকারকে আটকে দিন ৷ আমরা ক্ষমতায় আসব এবং আয়ূষ্মান ভারত ফেরাব ৷ এদিন কাটমানি ও আমফান ইশুতেও তৃণমূলকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ তিনি অভিযোগ করেন, বাংলায় কোনও কেন্দ্রীয় প্রকল্পের টাকা এলে তার বেশিরভাগটাই তৃণমূল নেতাদের কাছে চলে যায় ৷ আর সাধারণ মানুষের কপালে জোটে মাত্র কিছু ভাগ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*