বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভার আগে উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ডহারবার এলাকা। এদিন জায়গায় জায়গায় অবরোধ করা হয়। তাঁর কনভয়ে হামলা চালানো হয়। কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় পাথর। গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন কয়েকজন বিজেপি নেতা।
আজ সকালে ডায়মন্ডহারবারের সুলতানপুরের উদ্দেশে রওনা দেন জেপি নাড্ডা সহ বিজেপি নেতারা। বেলা ১২টার সময় শিরাকোল মোড় সহ একাধিক জায়গায় পথ আটকানো হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৃণমূল সমর্থকরা পথ অবরোধ করে ও নাড্ডাজির কনভয় সহ অন্য গাড়িগুলি লক্ষ্য করে পাথর ছোড়ে। এটাই তৃণমূলের আসল রূপ।
শুধু বিজেপি নেতাদের গাড়ি নয়, বাইকে থাকা কয়েকজন বিজেপি কর্মীর উপরও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি। সঙ্গে বলেন, এই হামলায় মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় আহত হয়েছেন। এটা গণতন্ত্রের লজ্জা। কনভয়ে থাকা প্রতিটি গাড়ি আক্রান্ত হয়েছে। বুলেটপ্রুফ গাড়িতে থাকায় আমি সুরক্ষিত রয়েছি। এরপর সভায় যোগ দিয়েও এনিয়ে আক্রমণ করেন তিনি। বলেন, গুন্ডারাজ আর চলবে না। এটা জঙ্গলরাজ চলছে।
কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমি হামলায় জখম হয়েছি । দলের সভাপতির গাড়িও আক্রান্ত হয়েছে । আমরা এর নিন্দা করছি । মনে হচ্ছে আমরা আমাদের দেশে নয় বাইরে রয়েছি । নাড্ডাজির কনভয়ে হামলা চালানোর জন্য দুষ্কৃতীরা লাঠি নিয়ে জড়ো হয়েছিল বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। দিলীপবাবু বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জ়েড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও সেখানে পুলিশকর্মীদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি । কনভয়কে রাস্তা করে দিতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে তাঁর অভিযোগ । এদিকে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কৈলাস বিজয়বর্গীয়ও । আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির নির্ধারিত কর্মসূচির কথা জানা সত্ত্বেও রাস্তা অবরোধ কী করে হল । পুলিশ কি তাহলে কোনও ব্যবস্থা নেয়নি ?
রাজ্য পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে । তাদের তরফে বলা হয়েছে, জে পি নাড্ডার কনভয়ের কিছু হয়নি । দেবীপুর, ফলতা থানা এলাকা, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়ি লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে পাথর ছোড়ে । প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন । পরিস্থিতি শান্তিপূর্ণ । ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখা হবে ।
Be the first to comment