কেন্দ্রের তলবে দিল্লিতে না যাওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যসচিব ও ডিজি। এমনটাই চিঠি লিখে জানালেন রাজ্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গতকাল রাজ্যে এসেছিলেন বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা৷ ডায়মন্ড হারবার কেন্দ্রে যাবার সময় পথে তাঁর কনভয়ে হামলা হয়, চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলায় পুলিশ।
এই ঘটনা নিয়ে মুখ্যসচিব ও ডিজিকে তলব করে স্বরাষ্ট্র দপ্তর। ১৪ তারিখ ডাকা হয় তাঁদের। এর পরিপেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে এক চিঠি দেন রাজ্য মুখ্যসচিব। চিঠিতে তিনি লেখেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য নাড্ডাকে জেড প্লাস সিকিউরিটি দেয় কিন্তু হঠাৎ করেই সেই কনভয়ের মাঝে বহিরাগত কিছু লোকজন ঢুকে পড়ায় এমন পরিস্থিতি হয়েছিল তারপর সেই পরিস্থিতি সামলায় পুলিশই। রাজ্যের দিক থেকে তাঁর নিরাপত্তায় কোনোরকম খামতি ছিলনা বলেও জানিয়েছেন তিনি। সবশেষে তিনি লেখেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দেখে নিন সেই চিঠি…
Be the first to comment