কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষক সংগঠনগুলি

Spread the love

কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইনের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান সংগঠন (ভানু)। শীর্ষ আদালতে কৃষকরা জানিয়েছেন, নয়া কৃষি আইনের কারণে লোভী পুঁজিপতিদের সামনে দুর্বল হয়ে পড়বেন তাঁরা।

কৃষকরা মূল যে তিনটি আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সেগুলি হল- ফারমার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট ২০২০, ফারমার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্ট ২০২০ এবং এসেনশিয়াল কমোডিটিস (সংশোধনী) আক্ট ২০২০।

ভারতীয় কিষান সংগঠন (ভানু) কৃষি আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক আবেদন দাখিল করেছে। সেখানে আইনগুলিতে আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। বলা হয়েছে, এই আইন কৃষিকে বাণিজ্যিকীকরণ করে দেবে। আইনজীবী এপি সিংয়ের সাহায্যে কৃষকরা এই আবেদন শীর্ষ আদালতে করেছেন ।

তিনি জানান, এই আইন সম্পূর্ণভাবে কারও সঙ্গে আলোচনা না করেই পাশ করানো হয়েছে । এমনকী এই আইনে কৃষকদের আর্থিক দিকটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে । তিনি আরও জানিয়েছেন, একাধিক কৃষক সংগঠনের তরফে প্রতিনিধি সরকারের সঙ্গে কথা বলেছেন । তবে, সরকার তাঁদের সঙ্গে সমঝোতা করতে রাজি নয় ।

কৃষি আইন নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। যার মধ্যে অন্যতম মামলাগুলি হল, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, ছত্তিশগড় কিষান কংগ্রেসের রাকেশ বৈষ্ণবের করা মামলা। সেই মামলাগুলির প্রেক্ষিতে শীর্ষ আদালত গত ১২ অক্টোবর কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছিল। কৃষকদের করা মামলায় দিল্লির সীমানায় চলা বিক্ষোভ এবং সরকারের সঙ্গে হওয়া আলোচনার কথাও উল্লেখ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*