মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ৭২ ঘণ্টার মধ্যে মতুয়া গড়ে হাজির বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বুধবার বনগাঁর গোপালনগরের মতুয়া পীঠস্থান ঠাকুরবাড়িতে পা রেখে কৈলাস বার্তা দিলেন, বিজেপিই তাঁদের পাশে।
ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মতুয়া ভোটকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি দুই পক্ষই ময়দানে নেমে পড়েছে। গত এক দশক ধরে মতুয়া ভোটের একচ্ছত্র দখল রেখেছে তৃণমূল। বিনিময়ে মতুয়া বাড়ি থেকে কপিলকৃষ্ণ ঠাকুর ও তাঁর স্ত্রী মমতাবালাকে লোকসভাতেও পাঠিয়েছেন মমতা। বড়মা বীণাপাণি ঠাকুরের আর এক ছেলে মঞ্জুলকৃষ্ণকেও রাজ্যের মন্ত্রী করেছিলেন। তিনি অবশ্য পরে পদত্যাগ করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঠাকুর পরিবারের সদস্য শান্তনুকে প্রার্থী করে বিজেপি মাস্টারস্ট্রোক দেয়। শান্তনু জেঠিমা মমতাবালাকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন। হারানো মতুয়া ভোট কোলে টানতে গত বুধবার গোপালনগরে সভা করেন মমতা। মতুয়াদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন। ঢালাও আশ্বাসও দেন।
মমতা ফিরে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ঠাকুরবাড়িতে যান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। শান্তনুর সঙ্গে বৈঠকও করেন। রাজনৈতিক মহলের মতে, মতুয়া ভোটের দখল অব্যাহত রাখতেই মমতার সফরের তিন দিনের মধ্যে কৈলাস ঠাকুরবাড়িতে ঢুঁ মারলেন। কৈলাস ঠাকুরবাড়িতে ঢোকার মুখে সাংবাদিকদের বলেন, কোনও রাজনৈতিক কারণে নয়। শান্তনুর সঙ্গে দেখা করতে এসেছি।
Be the first to comment