আপাতত সংকটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে আনার ২৪ ঘণ্টা পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতে তাঁর ভালো ঘুম হয়েছে। কথাও বলছেন। তাঁর শরীরের অন্যান্য প্যারামিটারও নিয়ন্ত্রণে রয়েছে। আজ তাঁর ইউরিনারি ক্যাথেটার খুলে দেওয়া হবে। হবে রুটিন ব্লাড টেস্টও। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধবাবুর।
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে।
তবে, চিকিৎসকদের পর্যবেক্ষণ চলবে । সব কিছু ঠিকঠাক চললে, আগামী সপ্তাহে বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
Be the first to comment