জেপি নাড্ডার উপর হামলার জের, রাজ্যের ৩ আইপিএস অফিসারকে ডেকে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

Spread the love

এবার পশ্চিমবঙ্গের ৩ আইপিএস অফিসারকে ডেকে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজই আই জি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র, ডায়মন্ড হারবাররের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে ও ডিআইজি(প্রেসিডেন্ট রেঞ্জ) প্রবীণ কুমার ত্রিপাঠীকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। এই তিন আইপিএস ওইদিন নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, বিজেপি সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে৷ বিজেপি সভাপতির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের গাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ৷ মাটিতে ফেলে মারা হয় বিজেপি কর্মীদের৷ পুলিশের সামনেই হামলার অভিযোগ করা হয়েছে বিজেপি-র তরফে৷ ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রিপোর্টে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷

রাজ্য পুলিশের তরফে ট্যুইটারে জানানো হয়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নিরাপদেই দক্ষিণ চব্বিশ পরগণা ডায়মন্ড হারবারে তাঁর গন্তব্যে পৌঁছন৷ তাঁর কনভয়ে কিছুই হয়নি৷ ফলতার দেবীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়ি লক্ষ্য করে আচমকা পাথর ছোড়ে৷ সবাই সুরক্ষিত রয়েছেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে৷ প্রকৃত কী ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*