সংসদ হামলার ১৯ বছর, টুইট প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতির

Spread the love

আজ সংসদ হামলার ১৯ বছর পূর্ণ হল। আজকের দিনে লস্কর -ই-তৈবা ও জৈশ ই মহম্মদ জঙ্গিদের ৫ জনের একটি দল সংসদ ভবনে হামলা করে।

আজ সেই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, “দেশের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে ঘৃণ্য জঙ্গি হামলার কথা দেশবাসী কখনও ভুলবে না।” যাঁরা ওই হামলায় শহিদ হন তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশ তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।’

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে বলেছেন,” ২০০১ সালে আজকের দিনে যাঁরা গণতন্ত্রের এই মন্দিরকে রক্ষা করতে আত্মবলি দেন, তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতিজ্ঞা আরও দৃঢ় করেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*