চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
রবিবার হাসপাতালের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, যে ভাবে সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাতে সন্তুষ্ট চিকিৎসকরা। হাসপাতালের দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, রবিবার তাঁর ক্যাথিটার সরানোর কথা ভাবছেন চিকিৎসকরা। শুক্রবার থেকেই তাঁর সঙ্গে পরিচিত এক জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাঁকে নানা বিষয়ে জানাচ্ছেন বুদ্ধবাবু।
Be the first to comment