দুর্গাপুরে নবান্ন কবিতা উৎসব

Spread the love

নিজস্ব সংবাদদাতা

রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সুরেন্দ্রচন্দ্র মডার্ন স্কুলের মৃণাল ব্যানার্জী মঞ্চে আয়োজিত হল নবান্ন কবিতা উৎসব। সাহিত্য আলপনা আয়োজিত তৃতীয় বর্ষের এই কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন তাপস চট্টরাজ, গৌতম রায়, সুকুমার রুজ প্রমুখ।

নবান্ন সম্মান প্রদান করা হয় সুনীল মাজি, প্রণবেশ সরকার, প্রবীর দাস, বিপ্লব গঙ্গোপাধ্যায়কে। স্বাগত ভাষণ প্রদান করেন রাজীব ঘাঁটি। কবিতা পাঠ করেন বিকাশ গায়েন, উৎপল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম আচার্য, দিশারী মুখোপাধ্যায়, রিনা গিরি, তাপস মহাপাত্র, অংশুমান চক্রবর্তী, সন্দীপ সাহু, অতনু রায়, মণিশঙ্কর, গুরুপ্রসাদ যশ, সোমা মুখোপাধ্যায়, আশিসকুমার নন্দী, লাকী চট্টরাজ, দেবিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বাংলার বিভিন্ন জেলার কবিরা। সঞ্চালনা করেন প্রণবকুমার কুণ্ডু, কাকলী দাশগুপ্ত, শান্তনু ভট্টাচার্য, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রমুখ।

এই কবিতা উৎসবে অংশগ্রহণ করে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন। পরমান্ন সহ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। সরকারি নির্দেশ অনুযায়ী কোভিড নিয়ম মেনে পরিচালিত হয় অনুষ্ঠানটি। ছিল মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার।

প্রসঙ্গত, এই অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় দুর্গাপুরের শিল্প ও সাহিত্য গ্রুপের ফেসবুক পেজ থেকে আয়োজিত হয় একটি বিশেষ লাইভ কবিতার অনুষ্ঠান। অংশগ্রহণ করেন কবি অরুণ কুমার চক্রবর্তী, অংশুমান চক্রবর্তী, সন্দীপ সাহু, কাকলী দাশগুপ্ত, রাজীব ঘাঁটি, দিশারী মুখোপাধ্যায়, উমাশঙ্কর সেন প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*