সঙ্গীত মেলা-২০১৭ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উত্তীর্ণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সঙ্গীত আমাদের প্রাণ। সঙ্গীত আমাদের প্রাণের স্পন্দন। সঙ্গীত লহরীকে এক জায়গায় এনে যে গান হয় তার নাম একতাই সম্প্রীতি। আর সব সুর এক জায়গায় হলে, সেটাকে বলা হয় সঙ্গীত সম্প্রীতি।”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “সঙ্গীতের কোনও তুলনা হয় না। সঙ্গীত দিয়ে দেশ গড়া যায়। সঙ্গীত পারে অনেক কিছু গড়তে। মানুষকে চেতনা তৈরি করে সঙ্গীত।”
এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “দিল্লীতে আমাদের ট্যাবলো বাতিল করা হয়েছে। আমাদের থিম একতাই সম্প্রীতি বলে হয়তো বাতিল করেছে। তবে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ২৬ জানুয়ারি রেড রোডের প্যারেডে প্রথম যে ট্যাবলো থাকবে তা হল একতাই সম্প্রীতি।”
রিপোর্টারঃ রফিকুল জামাদার
Be the first to comment