তিনদিনের সফরে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের নিয়ে তিন জেলায় বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। আজ বিকেলে হেলিকপ্টারে জলপাইগুড়ি শহরে নামবেন মমতা। মঙ্গলবার এবিপিসি মাঠে কর্মীসভা করবেন। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলা মিলিয়ে সভা হবে।
পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন। তাই সময় থাকতে ভোটের প্রস্তুতি ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী দলগুলি। এবার উত্তরবঙ্গের মন বুঝতে চাইছে তৃণমূল কংগ্রেস। তিনদিনের দলীয় কর্মসূচিতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে নামবেন মমতা। সেখান থেকে তিনি ক্লাব রোডে অবস্থিত পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে থাকবেন।
অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ও ক্লাবের মাঠে আগামীকাল দুপুরে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে একযোগে বৈঠক করবেন তিনি। ওইদিন বিকেলে আনন্দচন্দ্র কলেজের মাঠে অস্থায়ীভাবে তৈরি হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কোচবিহারে চলে যাবেন। পরের দিন কোচবিহারে সভা করবেন মমতা। বুধবার কলকাতা ফিরবেন তৃণমূল সুপ্রিমো।
এদিকে মমতার সভা উপলক্ষ্যে আবাসস্থলকে ঘিরে ফেলা হয়েছে। নীল-সাদা কাপড় দিয়ে পুর্ত দপ্তরের চারপাশে উঁচু করে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে। প্রত্যেকটি ডিভাইডার রং করা হয়েছে।
Be the first to comment