আজ ফিকি-র সভায় নতুন কৃষি আইন সহ প্রতিরক্ষা নিয়ে কৃষকদের পক্ষে মন্তব্য করলেন মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
নতুন কৃষি আইন নিয়ে এদিন রাজনাথ সিং বলেন, “দেশের কৃষিক্ষেত্রের ক্ষতি হবে এমন কোনও পদক্ষেপ নেওয়ার কোনও প্রশ্নই নেই। দেশের কৃষকদের কথা মাথায় রেখেই কৃষি আইন সংস্কার করা হয়েছে। তবে আমরা সবসময় কৃষকদের কথা শুনতে তৈরি। তাঁদের ভুলবোঝাবুঝি দূর করতে চাই।”
এদিন তিনি আরও বলেন, “বর্তমানে করোনা মহামারী চলছে তাতে ক্ষতিগ্রস্থ হয়নি দেশের কৃষিক্ষেত্র। দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন কমেনি। সরকারের ভান্ডারে যথেষ্ট পরিমাণ খাদ্য শস্য মজুত রয়েছে। তাই কৃষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার কোনও সম্ভাবনা নেই।”
Be the first to comment