চিঠি ইস্যুতে এবার জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করার কথা বলেন তিনি। বৈঠকে থাকতে পারেন প্রশান্ত কিশোরও। জিতেন্দ্র তিওয়ারি চিঠি নিয়ে ফের সরগরম রাজ্য-রাজনীতি। রবিবার পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি চিঠি দেন তিনি। সেখানে স্পষ্ট লেখেন, কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন দপ্তরের স্মার্ট সিটি প্রোজেক্টের জন্য মনোনীত হয়েছিল আসানসোল। এর জন্য প্রায় দুই হাজার কোটি টাকা আসার কথা ছিল এবং যা আসানসোলের উন্নয়নে কাজে লাগত।
কিন্তু রাজনৈতিক কারণে এই প্রকল্পের সুফল থেকে আসানসোলকে মনোনীত করেনি রাজ্য। যদিও কী সেই কারণ তা উল্লেখ করেননি তিনি। সেইসঙ্গে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, রাজ্যের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দেড় হাজার কোটি টাকাও আসানসোলে আসেনি। সরাসরি জিতেন্দ্র তিওয়ারির এমন চিঠি ঘিরে উত্তাল রাজনৈতিক মহল।
অন্যদিকে এই চিঠি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন ,জিতেন্দ্র তিওয়ারি বহু দিন মেয়র ছিলেন। কিন্তু এর আগে কোনওদিন ও আমার কাছে এই অভিযোগ করেননি। এরকম চিঠি দেওয়ার কারণ কী সেটা বুঝতে পারছি না। এরপরেই জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করেন ফিরহাদ। আগামীকাল কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকে থাকার কথা বলেন তিনি। সূত্রের খবর , বৈঠকে থাকতে পারেন প্রশান্ত কিশোরও।
Be the first to comment