মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই অপসারিত শিলিগুড়ির পুলিস কমিশনার

Spread the love

তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মধ্যেই সরিয়ে দেওয়া হল শিলিগুড়ির পুলিস কমিশনারকে। মঙ্গলবার নবান্ন থেকে শিলিগুড়ির পুলিস কমিশনার ত্রিপুরারি অথর্বের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। তাঁর জায়গায় কমিশনারের দায়িত্ব নেবেন দেবেন্দ্র প্রকাশ সিংহ। তিনি বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) পদে কর্মরত।

রাজ্য পুলিসের একাংশের ধারণা, সম্প্রতি শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে হওয়া অশান্তি এবং বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর জেরেই বদলি করা হল ত্রিপুরারিকে।

রাজ্য পুলিসের কর্তাদের একাংশের দাবি, ত্রিপুরারি বিজেপির অভিযান ঘিরে তৈরি হওয়া অশান্তি রুখতে ব্যর্থ হয়েছেন। তাই নবান্ন তাঁকে রাজ্য পুলিসের ট্রাফিক বিভাগের আইজি পদে বদলি করল।

যদিও রাজ্যের শীর্ষ আইপিএস-দের একাংশের কথায়, হিসেব করেই ভোটের আগে সরানো হয়েছে ত্রিপুরারিকে কারণ, উলেন রায়ের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে ত্রিপুরারির বিরুদ্ধে অভিযোগ জানাবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিলে ভবিষ্য়তে কোনও নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা যুক্ত এমন কোনও পদে থাকতে পারবেন না ওই আধিকারিক। তাই আগে থেকেই সরিয়ে দেওয়া হল ত্রিপুরারিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*