১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। আর এই জল্পনার মাঝেই মঙ্গলবার তৃণমূল নেতা ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা চাই না দল থেকে কেউ চলে যাক। একজন কর্মী গেলেও তা আমাদের জন্য ক্ষতি।
আজ ব্রাত্য বসু বলেন, আমরা বিজেপির মতো ফ্যাসিস্ট দল নই। মোদী বিরোধী হওয়ার জন্য শত্রুঘ্ন সিনহাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কখনই তা করব না। মহম্মদ আলি জিন্নার প্রশংসা করার জন্য লালকৃষ্ণ আডবানিকে দলে কোণঠাসা করা হয়েছে। এটা কি দলীয় গণতন্ত্রের নমুনা?
পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকেও আক্রমণ করেন তিনি। কৃষি আইন নিয়ে বলেন, আইনে ছোটো চাষিদের কোনও জায়গা নেই। কৃষকদের জন্য ভাবেনি কেন্দ্র। কৃষকদের সঙ্গে কথা না বলে, সেখানে সমস্যার সমাধান না করে অমিত শাহ এখানে আসছেন।
এদিন তিনি আরও বলেন, ইতিবাচক রাজনীতির পাশাপাশি আর একদিক থেকে হিংসার রাজনীতি হচ্ছে। কর্মীদের মৃত্যুর বিনিময়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে। বিজেপি কথায় কথায় আগুন ছড়াচ্ছে। বিদ্বেষের কথা বলছে। কুৎসা করছে, কিন্তু আমরা কাজ করছি। বিজেপি বিভাজনের রাজনীতি করছে। আর আমরা ভালোবাসার কথা বলব।
Be the first to comment