তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তাফা দেওয়ার পর রাজ্যেপাল জগদীপ ধনকড়কে চিঠি লিখলেন শুভেন্দু অধকারী। রাজ্যপালের কাছে তিনি আবেদন করেন, তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তিনি যেন এটা দেখেন যে, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসা তাঁর বিরুদ্ধে এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে কোনোরকমের ফৌজদারী মামলা না করে।
এদিন সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর ওই চিঠি ছবি সহ টুইট করেন রাজ্যপাল ৷ যা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেন ৷ সঙ্গে তিনি লিখেছেন, পুলিশি হয়রানি থেকে বাঁচতে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমার হস্তক্ষেপ চেয়েছেন ৷ তিনি লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় তাঁর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আনা শুরু হয়েছে ৷
এই চিঠিতে শুভেন্দু লেখেন, মানুষের কল্যাণে আমার দায়িত্বের কথা স্মরণ করেই আমি মন্ত্রীসভা ইস্তফা দিয়েছি। এখন আমি জানতে পারছি যারা ক্ষমতায় রয়েছেন তারা আমার এই অবস্থানে জন্যই প্রতিহিংসাপরায়ন হয়ে উঠতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুলিশকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হতে পারে। তাই আপনি প্রশাসনিক প্রধান হয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। যাতে এই সমস্যার সম্মুখীন না হতে হয়।
Be the first to comment