তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি ৷ দুপুরেই তৃণমূলরে সব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আজ বিকেলে নিজের বাসভবনে থেকেই সুব্রত বক্সীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ৷ দলের জেলা সভাপতি ও সাধারণ সদস্যের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।
এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন “আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই পাণ্ডবেশ্বরে আমার যে বিধায়ক ছিল সেটিতে ভাঙচুর চালানো হয়। একদল দুষ্কৃতী সেখানে ভাঙচুর চালায়। কলকাতার নির্দেশেই এই ভাঙচুর চালানো হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি আসানসোলের ভালো চাইছি বলে যদি আমার বিধায়কের দপ্তরে ভাঙচুর করা হয় তাহলে সেই দলে থাকার কোনও মানে হয় না। তাই আমি পদত্যাগ করলাম। শুধু জেলা সভাপতি নয় দলের সদস্য পদ থেকেই পদত্যাগ করেছি ।
তবে বিধায়ক পদ থেকে এখনই পদত্যাগ করছেন না জিতেন্দ্র তেওয়ারি ৷ জানিয়েছেন, মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছি । আগামী দিনে মানুষ যা চাইবে আমি তাই করব ।
Be the first to comment