গৃহীত হল না শুভেন্দুর পদত্যাগপত্র, সোমবার বিধানসভায় তলব করলেন স্পিকার

Spread the love

গৃহীত হল না শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম না মেনে পদত্যাগপত্র লিখেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার কার্যবিবরণীতে যে ভাবে লেখার কথা বলা হয়েছে পদত্যাগপত্র সেই নিয়ম অনুসরণ করে লেখেননি শুভেন্দু অধিকারী। বিমানবাবু বলেন, শুভেন্দুর চিঠিতে আমি “স্যাটিসফায়েড” নই।

শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে যখন পদত্যাগপত্র পেশ করেন সেই সময় সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না‌ । সাংবিধানিক প্রথা অনুযায়ী বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করার সময় অধ্যক্ষ তাঁকে জিজ্ঞাসা করেন, স্বতঃপ্রণোদিত হয়ে তিনি পদত্যাগ করছেন না কারও কাছে নতিস্বীকার করে বা কোনও শক্তির কাছে ভীত হয়ে বিধায়ক পদ ছাড়ছেন ?

শুভেন্দু অধিকারী সেসব কিছুই করেননি। অধ্যক্ষের মুখোমুখি হননি তিনি। সোমবার শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁকে জিজ্ঞাসা করা হবে যে তিনি স্বেচ্ছায় বিধায়ক পদ ছাড়তে চান কি না। তারপরই চূড়ান্ত হবে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি আদৌ গৃহীত হবে কি না সেই বিষয়টি।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারী দুটি পদত্যাগপত্র পাঠিয়েছেন । একটিতে তাঁর স্বাক্ষর রয়েছে। যে চিঠিটি মেইল করেছেন তাতে কোনও সই নেই । সমগ্র বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেই সোমবার তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। যদি তিনি সোমবার না আসেন তখন বিকল্প সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*