মেদিনীপুরে অমিত শাহ, দুপুরে মধ্যহ্ণ ভোজন কৃষক বাড়িতে; মেনু কি? জেনে নিন

Spread the love

আজ রাজ্য সফরে অমিত শাহ। মেদিনীপুর পৌঁছে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তি মাল্যদান করবেন অমিত শাহ। যাবেন হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও।

সেখান থেকে মেদিনীপুর ব্লকের কর্ণগড়ে, দেবী মহামায়া মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত। এবারের রাজ্য সফরে আজ মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।

জানা গেছে স্থানীয় বাসিন্দা সনাতন সিংহর বাড়িতে শাহি মেনুতে থাকছে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢেঁড়স, উচ্ছে এবং পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড় এবং চাটনি। মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে অমিত শাহ-কে। এরপর দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ-র জনসভা। যে সভাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*