আজ বিজেপিতে যোগদান করলেন নন্দগ্রামের দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের চাপানউতোরের জল্পনা শেষ করে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা নেন শুভেন্দু।
আজ মঞ্চ থেকে শুভেন্দু বলেন ‘ কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। অর্থনীতি শেষ। বেকারদের চাকরি নেই। টেটে দুর্নীতি হয়েছে। নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে। আপনাদের সঙ্গে আমি কাল থেকে লেগে পড়ব। তোলাবাজ ভাইপো হঠাও, তোলাবাজ ভাইপো হঠাও।’
বিজেপির কেন্দ্রীয় নেতাদের বারবার বহিরাগত তকমা দিয়ে নিশানা করছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন,’কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা শিবপ্রকাশজিকে বহিরাগত বলছেন। আগেও বলেছি। আজ আবার বলছি, আমরা আগে ভারতীয়, তারপর বাঙালি। এই বহুত্ববাদ নষ্ট করতে দেব না।’
Be the first to comment