আজ গেরুয়া শিবিরে যোগদান করেই তৃণমূল কংগ্রেসেকে একের পর আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, “অমিত শাহ আমার বড় ভাইদেশের আন বান শান। ২০১৪ সালে তাঁর সঙ্গে অমিত শাহের প্রথম সাক্ষাৎ। তখন অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি। দেখা হয় দিল্লির অশোক রোডের পুরনো পার্টি অফিসের একটা ছোট্ট ঘরে। দেখা করিয়ে দেন উত্তর প্রদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও সে সময় পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বে থাকা সিদ্ধার্থনাথ সিংহ। “
তিনি আরোও বলেন, ‘মাসকয়েক আগে যখন তিনি করোনায় আক্রান্ত হই, তখন যে তৃণমূলকে জীবনের ২১টা বছর দিয়েছেন, বিয়ে করেননি, দলের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি, তাদের কেউ খোঁজ নেননি। খোঁজ নেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।’
শুভেন্দু আরোও বলেন, পৃথিবীর সব থেকে বড় পার্টি, গীতার বহুজন সুখায় বহুজন হিতায় বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, জাতীয়তাবাদ, দেশপ্রেম, বহুত্ববাদে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য হিসেবে তাঁকে গ্রহণ করার জন্য। অমিত শাহকে কোটি কোটি নমস্কার।’
Be the first to comment