শুভেন্দু অধিকারী সহ যে সাংসদ ও বিধায়করা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তারা মানুষের থেকে বিচ্ছিন্ন, এতে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কোনো কারণ নেই বলে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন।
তিনি আজ বলেন, তৃণমূল কংগ্রেসের উপর এর কোন নেতিবাচক প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ফিরহাদ হাকিম বলেন এতদিন তৃণমূল কংগ্রেসে থেকে দলের সাংসদ, মন্ত্রিত্ব ভোগ করার পর তার দল সম্পর্কে অভিযোগের কোনো ভিত্তি নেই, তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে, ব্যক্তিস্বার্থে নয়।
তিনি বলেন, শুভেন্দু শুধু নন্দীগ্রাম আন্দোলনের শরিক ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে সিঙ্গুর, ভাঙর, কেশপুর, বানতলা সহ একাধিক আন্দোলনের ফসল আজকের তৃণমূল কংগ্রেস। করোনা আক্রান্ত থাকাকালীন তাকে তৃণমূল কংগ্রেসের কেউ ফোন করেনি বলে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যা বলে ফিরহাদ হাকিম বলেন, দলনেত্রী, তিনি নিজে একাধিকবার তাকে ফোন করেছেন। তিনি বলেন, সিবিআই, ইডির ভয়ে, অথবা অর্থ বা ক্ষমতার লোভেই শুভেন্দু সহ অন্যান্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন।
Be the first to comment