বাংলায় এসে তৃণমূলকে জব্দ করতে এসে নিজেই বিতর্কের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর বিরুদ্ধে কোভিড বিধি অমান্য করে দলের কর্মসূচিতে যোগদান করার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ।
রবিবার সকালে তিনি এই নিয়ে দুটি টুইট করেছেন। আর এর মাধ্যমে তিনি বিঁধেছেন কেন্দ্রীয় সরকারকেও। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তিনি দ্বিচারিচারিতার অভিযোগ তুলেছেন।
শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে বিজেপির জনসভা ছিল। সেই সভায় অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তনী শুভেন্দু অধিকারী। সেই সভাতেই অমিত শাহ কোভিড বিধি ভেঙেছেন বলে দাবি করেছেন প্রশান্ত ভূষণ। কারণ, অমিত শাহের মুখে মাস্ক ছিল না। পাশাপাশি শারীরিক দূরত্বের বিধিও অমান্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
তাঁর বক্তব্য, অমিত শাহ নিজেই কোভিড বিধির তোয়াক্কা করলেন না। অথচ তাঁদের সরকার কোরোনা পরিস্থিতির দোহাই দিয়ে শীতকালীন অধিবেশন বাতিল করে দিল। এটা দ্বিচারিতা। মোদি ও শাহ গণতন্ত্রের হত্যা করছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
যদিও শুক্রবার রাতে বঙ্গে পা দেওয়ার পর থেকে শনিবার যতগুলি কর্মসূচিতে অমিত শাহ উপস্থিত হয়েছিলেন, প্রতিটিতেই তাঁকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, অমিত শাহ নিজেই কোরোনা আক্রান্ত হয়েছিলেন। বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীও কোরোনা আক্রান্ত হয়েছিলেন। এছাড়া মঞ্চে উপস্থিত বিজেপি নেতা-নেত্রীদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
Be the first to comment