পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শান্তিনিকেতনে পৌঁছে বিশ্বভারতী ঘুরে দেখেন অমিত শাহ। এরপর বোলপুরের পারুলডাঙা গ্রামে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য রান্না হয়েছে মাটির উনুনে। মেনুতে ছিল নানান আইটেম। পুরোপুরি বাঙালি ধাঁচে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। ভাতের সঙ্গে প্রধান আইটেম হিসেবে ছিল মুগডাল। ভাজা পদের মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। সঙ্গে ছিল আলুপোস্ত ও পালং শাকের তরকারি।
শেষের দিকে ছিল স্যালাড, টোম্যাটোর চাটনি। শেষপাতে ছিল পায়েস, টক দই। বাদ পড়েনি রসোগোল্লাও। নলেন গুড়ের রসগোল্লাও ছিল মেনুতে। বাড়ির উঠোনেই হয় রান্নাবান্না।
এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতাও। হাজির ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরা সহ বিজেপি নেতারা। মাটির থালাতে অমিত শাহকে খাবার পরিবেশন করা হয়।
শেষের দিকে ছিল স্যালাড, টোম্যাটোর চাটনি। শেষপাতে ছিল পায়েস, টক দই। বাদ পড়েনি রসোগোল্লাও। নলেন গুড়ের রসগোল্লাও ছিল মেনুতে। বাড়ির উঠোনেই হয় রান্নাবান্না।
এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতাও। হাজির ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরা সহ বিজেপি নেতারা। মাটির থালাতে অমিত শাহকে খাবার পরিবেশন করা হয়।
বাসুদেব দাস বাউলের বাড়িতে শিবঠাকুরের পুজোও দেন অমিত শাহ। বিকেল ৩ টে নাগাদ ডাকবাংলো মোড় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো শুরু করেন। এই রোড শো যাবে বোলপুর চৌরাস্তা পর্যন্ত। মনে করা হচ্ছে ৪ টে নাগাদ এই রোড শো শেষ হবে।
রোড শো হয়ে গেলে এক বেসরকারি রিসর্টে যাবেন অমিত শাহ। সেখান থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে শাহের কনভয়। রাত ৮টায় দিল্লি উড়ে যাবেন।
Be the first to comment