আইপিএস আধিকারিকদের বদলি সংক্রান্ত বিষয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। টুইটারে আবারও নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। লেখেন, পুলিশ আধিকারিকদের বদলি করে রাজ্যের এক্তিয়ারে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে কেন্দ্র।
একইসঙ্গে বাংলার মানুষের পাশে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও এম কে স্তালিনকে।
জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর সেদিন দায়িত্বে থাকা রাজ্যের তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে চায় রাজ্য। রাজ্যের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও তাতে গুরুত্ব দিতে চায়নি কেন্দ্রীয় সরকার। এই নিয়ে এর আগেও টুইটারে নিজের ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কেজরিওয়াল থেকে শুরু করে গেহলত, স্তালিন অনেকেই।
কেজরিওয়াল টুইটারে লিখেছিলেন, রাজ্যের কাজে বাধা দিচ্ছে কেন্দ্র । ভোটের আগে আধিকারিকদের বদলির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হানা হচ্ছে।
Be the first to comment