রাজ্যে শীতের দাপট অব্যাহত । দক্ষিণবঙ্গের ছয় জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী 48 ঘণ্টায় জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গতকাল পানাগড়ে তাপমাত্রার পারদ কমে দাঁড়িয়েছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আজও সব জেলাতেই তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে রয়েছে । অন্যদিকে , কলকাতায় আরও একধাপ কমল তাপমাত্রা । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে । এর প্রভাবে বাংলায়ও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । তবে এই শীতের দাপট বেশিদিন স্থায়ী হবে না । মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে । বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে । দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজ্যে শীতের অনুভূতি কিছুটা হলেও থাকবে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৪২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।
Be the first to comment