ধোনিই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত প্রথম পছন্দঃ প্রসাদ

Spread the love

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত অনেকে প্রশ্ন তুলছিলেন। ধোনি তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান এম এস কে প্রসাদ জানিয়ে দেন, ধোনিই ভারতের এক নম্বর উইকেটকিপার। তরুণ উইকেটকিপাররা তাঁর ধারেকাছেও নেই। ফলে ২০১৯ সালের বিশ্বকাপে ধোনিই প্রথম পছন্দ।
গত কয়েক মাসে ধোনি দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে এবং ওয়ানডেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। ক্যারিবীয়ন দীপপুঞ্জের উইন্ডিজের বিরুদ্ধে দুটি হাফ সেঞ্চুরী করেছেন, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ নট আউট, ৬৭ নট আউট ও ৪৯ নট আউট করেছেন এবং শ্রীলঙ্কা সফরে ৫-০ সিরিজ জিততে সাহায্য করেছেন। এরপর তিনি চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রান করে ভারতকে জিতিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ধর্মশালায় একদিনের ম্যাচে ৬৫ রান করেছেন। তার এই ইনিংসগুলো তার দলে থাকার ব্যাপারে জোরালো দাবি রাখে।
প্রসাদ ধোনির প্রশংসা করে বলেছেন, ‘ভারতীয় এ দলের সফরের সময় কয়েকজন তরুণ উইকেটকিপারকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমরা মনস্থির করে ফেলেছি, বিশ্বকাপ পর্যন্ত ধোনিকেই দলে রাখা হবে। আরও কয়েকজন কিপার সুযোগ পাবে। বিশ্বকাপে ধোনিই এক নম্বর উইকেটকিপার থাকবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ধোনির স্টাম্পিং ও কট-বিহাইন্ড অসাধারণ হয়েছে। ধোনির সঙ্গে কারও তুলনা হয় না। ভারতীয় ক্রিকেট ছেড়ে দিন, ক্রিকেট দুনিয়ায় এমন কেউ নেই, যে ধোনির ধারেকাছে আসতে পারে।’

তথ্য ও ছবিঃ সুত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*