সামনে ২১-এর নির্বাচন। বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব দল। এর মধ্যে যুযুধান দুই দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মূলত তাদের মধ্যেই হবে লড়াই। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করেছেন, তেমনি বিজেপির নেতারাও রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছেন। করছেন সাংগঠনিক সভাও। আগামী ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে করবেন রোড শো। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর কালনাতে সভা করবেন। তবে সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুকুল রায়। গত লোকসভার নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির ঝুলি দিয়েছিল পরিপূর্ণ করে। একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। সে ক্ষেত্রে হারানো জমি পুনরুদ্ধারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সেখানে যেমন সভা করেছেন, তেমনি আত্মতুষ্টির কোনও জায়গা রাখতে চায় না বিজেপি। উত্তরবঙ্গের শক্ত ভিতকে আরও মজবুত করতে নতুন বছরের শুরুতেই সেখানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। প্রায় ৫৪টি বিধানসভা কেন্দ্র ঘুরবেন তিনি। করবেন সভা, সমাবেশ। সেই সভায় তাঁর পাশে দেখা যাবে এলাকাভিত্তিক নেতাদের। আপাতত সফর কর্মসূচি তৈরিতে ব্যস্ত বিজেপি। বঙ্গ রাজনীতিতে চাণক্য বলা হয় বিজেপি নেতা মুকুল রায়কে। তাঁর এই সফর দলকে ডিভিডেন্ড দেবেই সে বিষয়ে নিশ্চিত বিজেপি শীর্ষ নেতৃত্ব।
Be the first to comment