বাংলার সরকার কৃষকদের কাছ থেকে এমএসপিতে সরাসরি ধান কিনেছে ৷ কেন্দ্রীয় সরকার সরাসরি কৃষকদের থেকে ধান কেনে না ৷ অথচ বাংলার কৃষকের বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন করছেন ৷ বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে শুরু থেকেই এইভাবে বিজেপিকে তির্যক আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
এদিন নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেগে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার সরাসরি কৃষকদের থেকে ধান কেনে না ৷ অথচ বাংলার কৃষকের বাড়িতে এসে মধ্যাহ্নভোজন করছেন ৷ বাংলার মানুষ সব কিছুই লক্ষ্য রাখছে ৷ উল্টে দাবি করেন, বাংলার সরকার কৃষকদের কাছ থেকে এমএসপিতে সরাসরি ধার কিনেছে ৷ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সারা দেশের কৃষকেরা জানেন।
পাশাপাশি, আজ কৃষক দিবস ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আজ কৃষকদের ধন্যবাদ জানিয়েছেন। বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা জনগনের উদ্দেশ্যে তুলে ধরেন তিনি ৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও দাঁড়াবেন ৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার কৃষি জমিতে কর ও মিউটেশন ফি মকুব করেছেন ৷ যাঁরা নয়া কৃষি আইনের বিরোধিতা করছেন আমরা তাঁদের পাশে আছি আমরা তাঁদের প্রতি শুভকামনা ৷
আজ সাংবাদিক বৈঠকে শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন পার্থ ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি সব কিছুতেই ‘কাট’ দেখছে, এত ‘কাট’ দেখো না ৷ আমরা বলছি বিজেপি বাংলা থেকে ‘কাট’৷ তিনি আরও বলেন, বিজেপি সব জায়গায় ‘নাটক’ করছে ৷ বাংলায় বাউলের বাড়িতে গিয়ে ‘নাটক’ করছে ৷ বিজেপি কৃষকদের মন কি বাত শুনছেন না ৷ অমিত শাহের নাম না করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কৃষকদের বাড়ি গিয়ে ভাত খেয়ে মন আদায় করা যাবে না ৷ নিজেদের মতবাদ চাপিয়ে দেওয়া আর প্রচার করে বাংলার মানুষের মন জয় করা যাবে না ৷ কে ভোগী আরও কে ত্যাগী আর কে সর্বস্ব ত্যাগী তা বাংলার মানুষ বিচার করবেন ৷
পার্থ চট্টোপাধ্যায়কে এদিন শুভেন্দু অধিকারীর দলত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ দল ৷ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ব্রত ৷ কে দল ছেড়ে গেল কে এল, তানিয়ে তো আমরা চলি না ৷ পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিন বলেন, “বিজেপি রাজ্যে আসতে সব রকম অপপ্রচার করছে ৷ বিজেপি একটি মিথ্যে রাজনৌতিক দল ৷
Be the first to comment