শ্রীমান শুভেন্দু মীরজাফরদের দলে নাম লেখাল, কাঁথি থেকে শুভেন্দুকে আক্রমণ সৌগতর

Spread the love

আজ কাঁথিতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। এই মিছিলে অধিকারীর পরিবারের কেউ ছিলেন না। মিছিলের পর জনসভায় শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ বলে নিশানা করেন সৌগত।

এদিন সৌগত রায় বলেন, ‘মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলে, সেই সব সুবিধাবাদীরা নাথুরাম গডসের দলে যোগদান করছেন। এটা মেদিনীপুরের মানুষ ভুলবেন না। সতীশ সামন্তর নামে জয়গান গাইছে, তাঁরাই আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টিতে যোগ দিচ্ছেন। হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে যাঁরা হাত মেলান, তাঁদের মেদিনীপুরের মাটিতে জায়গা থাকতে পারে না।’

তিনি এদিন বলেন, ‘এই লড়াইটা বাংলার অস্মিতা ও আত্মসম্মানের। কাঁথির একজন সুপুত্র নাম লেখালেন বাংলার বিশ্বাসঘাতকের সঙ্গে। সিরাজদৌল্লা হেরে গিয়েছিলেন। বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে তাঁকে মনে রেখেছে বাংলার মানুষ। উমিচাঁদ, জগৎশেঠ ও মীরজাফরদের কোনও ঠাঁই নেই। শ্রীমান শুভেন্দু মীরজাফরদের দলে নাম লেখাল।’ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*