সিঙ্গুরে অ্যাগ্রো পার্ক তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্য সরকারের নজরে সিঙ্গুর ৷ এবার সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এ দিন নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১ একর জমির উপরে এই পার্ক তৈরি করা হবে ৷ সিঙ্গুর স্টেশনের কাছেই তৈরি হবে পার্ক ৷ সিঙ্গুরের জমি আমরা চাষিদের ফেরত দিয়েছি ৷ কৃষকদের মাসিক আর্থিক সাহায্য করার পাশাপাশি আমরা বিনাপয়সায় চালও দিই ৷ আমরা ফোর্ড থেকে শুরু করে অন্যান্য সংস্থাকেও সিঙ্গুরে মোটর কারখানা তৈরি করার জন্য বলেছিলাম। কোভিডের জন্য সর্বত্রই বিনিয়োগ কম হচ্ছে ৷ কিন্তু একদিন না একদিন ওখানে শিল্প হবে ৷

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরের ফসল সুজলা সুফলা শস্য শ্যামলা৷ তাই যাতে ওখানকার চাষিরা ফসল বিক্রি হতে পারে, নতুন নতুন আইটেম তৈরি হতে পারে, ডিসপ্লে করতে পারে, তার জন্য এই পার্ক তৈরি করা হচ্ছে ৷

রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন দফতর ১১ একর জমির উপরে এই পার্ক তৈরি করছে ৷ ২ নম্বর জাতীয় সড়কের পাশে এবং সিঙ্গুর স্টেশনের কাছেই এই পার্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ইতিমধ্যেই প্রকল্পের জায়গা পাচিল দিয়ে ঘেরার কাজও শুরু হয়ে গিয়েছে ৷ ইচ্ছুক শিল্পপতিদের ১০ কাঠা থেকে তিরিশ কাঠা সাইজের প্লট দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বড় শিল্পপতিরা চাইলে বড় প্লটও দেওয়া হবে ৷ সিঙ্গুরে রাজ্য সরকার কৃষক মান্ডি, ট্রমা কেয়ার সেন্টারের মতো যে যে উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার করেছে, তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷

পাশাপাশি মমতা আরও জানান, রাজ্য সরকার আগামী সোমবারই তাজপুরে বন্দর তৈরির জন্য আগ্রহী সংস্থাদের থেকে ‘ইওআই’ বা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ৷ এই প্রকল্পে রাজ্যে অন্তত ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*